বৃষ্টির পরও মোস্তাফিজের চমক আর সাকিবের ১৫০

প্রথম আলো শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ১৪:০৯

বৃষ্টি, তুমি সময় বোঝো না! বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হয়তো এমনই মনে হয়েছে মিরপুরে বৃষ্টি নামতে দেখে।

৩০০ দিনের বেশি সময় পর বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে দেখার স্বাদেও ব্যাঘাত ঘটাচ্ছে অসময়ের বৃষ্টি। শীতে ঢাকায় যেখানে বৃষ্টির দেখাই মেলেনি অনেক দিন, সেই বৃষ্টি কিনা আজ একেবারে এসে ম্যাচই থামিয়ে দিয়েছে।

এখন অবশ্য আবার খেলা শুরু হয়েছে। তাতে ওয়েস্ট ইন্ডিজকে আবার পড়তে হয়েছে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের সামনে। যেমনটা পড়তে হয়েছিল বৃষ্টির আগেও! এখন পর্যন্ত ৪ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, বৃষ্টির আগে-পরে দুটি উইকেট মোস্তাফিজের, বাকি দুটি নিয়ে সাকিব আল হাসানের হয়েছে দারুণ মাইলফলক।

প্রথম উইকেটটি ছিল নিজেদের মাটিতে ওয়ানডেতে সাকিবের ১৫০তম উইকেট! এই প্রতিবেদন লেখার সময়ে ওয়েস্ট ইন্ডিজের রান ১৭ ওভারে ৪ উইকেটে ৫৬।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও