এক ইব্রাহিমোভিচেই প্রতিপক্ষের মনে আতঙ্ক ছড়াচ্ছে। এবার নতুন এক আতঙ্ক যোগ করতে চাইছে মিলান। আপাতত কোনো দলে না থাকা মারিও মানজুকিচকে দলে নিচ্ছে তারা।