![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2020%2F04%2F22%2Fbaa46bd8d772a563c9a8b3febde91d37-5ea01b765f963.jpg%3Fjadewits_media_id%3D665583)
১ ফেব্রুয়ারি থেকে দুবাই যাবে ইউএস বাংলার ফ্লাইট
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ২০:২৯
১ ফেব্রয়ারি থেকে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। যাত্রীদের ভ্রমণ সুবিধার কথা বিবেচনা করে ঢাকা থেকে দুবাইয়ে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। সোমবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউএস বাংলার মহাব্যবস্থাপক ( জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘দুবাই ছাড়াও খুব শিগগিরই আবুধাবিতে ইউএস বাংলার ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে মধ্যপ্রচ্যের অন্যতম গন্তব্য মাস্কাট ও দোহা, প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত কুয়ালালামপুর, সিঙ্গাপুর, প্রতিবেশী দেশ ভারতের চেন্নাই ও কলকাতা এবং চীনের অন্যতম গন্তব্য গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। চলতি বছর দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালে ও কলম্বো রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনাও রয়েছে ইউএস-বাংলার।’