মায়ের একটি ফোন কল বদলে দিয়েছে সব কিছু
সিরিজের মাঝেই হারান বাবাকে। দায়িত্বের কারণে দল ছেড়ে যেতে পারেননি মোহাম্মদ সিরাজ। এর মাঝে সিডনি ও ব্রিসবেন দুই জায়গাতেই খেলতে নেমে শুনেছেন বর্ণবিদ্বেষী মন্তব্য। এতকিছুর পরও বল হাতে লড়েছেন, নিয়েছেন পাঁচ উইকেট। জানিয়েছেন, মায়ের কাছ থেকে পাওয়া একটি ফোন কলই বদলে দিয়েছে তার সবকিছু।
ব্রিসবেন টেস্টে ফিল্ডিংয়ের সময় দর্শকদের দিক থেকে উড়ে আসা নোংরা শব্দ সিরাজের আত্মবিশ্বাস ভেঙে দেয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু অজি দর্শকদের কার্যসিদ্ধি হয়নি। তারা কেউই সিরাজের আত্মবিশ্বাস টলাতে পারেনি। বরং সিরাজকে আরো শক্তপোক্ত করে গড়ে দিয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
কালের কণ্ঠ
| সিডনি ক্রিকেট গ্রাউন্ড
২ বছর, ১১ মাস আগে
২ বছর, ১১ মাস আগে
কালের কণ্ঠ
| সিডনি
২ বছর, ১১ মাস আগে
২ বছর, ১১ মাস আগে
৩ বছর আগে