কিশোরগঞ্জে দেশের প্রথম ভাসমান ফুলের বাগান
কিশোরগঞ্জে উদ্ভাবন করা হয়েছে দেশের প্রথম ভাসমান ফুল বাগান। কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া হর্টিকালচার ফার্মের পুকুরে শোভা পাচ্ছে এই দর্শনীয় বাগান। এই ফার্মের উদ্যান তত্ত্ববিদ জয়নুল আলম তালুকদার উদ্ভাবন করেছেন এই ভাসমান ফুল বাগানের প্রযুক্তি।
তিনি এ প্রতিনিধিকে জানান, তার মাথায় আসলো, ভাসমান সবজি বাগান যদি হতে পারে, তাহলে ভাসমান ফুল বাগানও তো হতে পারে। তিনি গাড়ির টিউবের গোলাকার ফাঁকা জায়গায় নেট বসিয়ে তাতে কচুরিপানা পচিয়ে এর ওপর রোপন করেছিলেন বিভিন্ন জাতের বর্ষজীবী ফুলের চারা। তাতে ফুল এসেছে। গাড়ির টিউবে তারের নেট হোক বা অন্য যে কোন পদার্থের তৈরি নেট বসিয়ে তাতে কচুরিপানা পচিয়ে তার ওপর চারা রোপন করা যাবে। তিনি এই ভাসমান বাগানে গাঁদা, চাইনিজ গাঁদা, ক্যাল্পেডোলা এবং চন্দ্রমল্লিকার ফুল ফুটিয়েছেন।
- ট্যাগ:
- লাইফ
- ফুলের বাগান