কালোটাকা সাদা করার ফল ভালো হয় না
৭ জানুয়ারি খবর প্রকাশিত হয়েছে যে ২০২০-২১ অর্থবছরের ছয় মাসে ১০ হাজার কোটির বেশি কালোটাকা সরকারঘোষিত ১০ শতাংশ কর দিয়ে সাদা করা হয়েছে এবং এর ফলে অর্থনীতিতে বিরাট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অর্থমন্ত্রী দাবি করেছেন,
এই তথ্য সরকারের নীতির যথার্থতার প্রমাণ। সৎ করদাতা ১৫-২৫ শতাংশ কর দেবেন আর কালোটাকার মালিক ১০ শতাংশ কর দিয়ে তাঁর কালোটাকা সাদা করতে পারবেন, এই নীতি কখনো সঠিক হতে পারে না। বাংলাদেশে কর-জিডিপি অনুপাত যে বছরের পর বছর ১০ শতাংশের নিচে রয়ে যাচ্ছে, তার প্রধান কারণ সরকারের এই অনৈতিক নীতি।