
বেবিচকের ওভার ফ্লাইং চার্জ আদায়ে দুর্নীতির অভিযোগ
দেশের আকাশসীমার ওপর দিয়ে উড়োজাহাজ উড়ে গেলেই (ওভার ফ্লাইং) চার্জ নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে নন-শিডিউল ফ্লাইটের ক্ষেত্রে চার্জ আদায়ে ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সারাদেশে যখন প্রযুক্তির ব্যবহারে অটোমেশনের মাধ্যমে কমছে দুর্নীতি।
বেবিচকে উল্টো অটোমেশনের নামে এএসএল সিসটেমের সঙ্গে অসম চুক্তি করে হচ্ছে দুর্নীতি। সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। দুর্নীতি এ চিত্র ধরা পড়ায় অসম চুক্তি বাতিল করে, নিজস্ব সফটওয়ার নির্মাণের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চার্জ
- দুর্নীতির অভিযোগ