শীত মানেই পরিবার, বন্ধু-বান্ধবের সঙ্গে বারবিকিউয়ে মেতে ওঠা। শীতের রাতে ধোঁয়া ওঠা বারবিকিউ চিকেনে কামড় দেওয়ার মজাই আলাদা। আর বারবিকিউ করতে এর সস তো লাগবেই। তবে বারবিকিউ সস অনেক সময় খুঁজে পাওয়া মুশকিল হয়ে ওঠে। সব জায়গায় তো আর এ সস কিনতে পাওয়া যায় না।
তাই ঘরেই তৈরি করে নিতে পারেন বারবিকিউ সস। জেনে নিন রেসিপি- উপকরণ১. বাটার ১ টেবিল চামচ২. টমেটো সস ১ কাপ৩. সরিষা পেস্ট ১ চা চামচ ৪. রসুন গুঁড়া ১ চা চামচ৫. ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ৬. গোলমরিচের গুঁড়া আধা চা চামচ ৭. পাপড়িকার গুঁড়া ২ চা চামচ৮. মরিচের গুঁড়া স্বাদমতো৯. ব্রাউন সুগার অথবা আখের গুড় ১/৪ কাপ১০.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.