লিপবাম হিসেবে বিটরুট
ইত্তেফাক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ১৯:৪২
বিটরুট আমাদের কাছে সবজি হিসেবে পরিচিত হলেও এর আরও ব্যতিক্রম কিছু ব্যবহার রয়েছে। তন্মধ্যে ঠোঁটের যত্নে বিটরুট চমৎকারভাবে কার্যকরী। দেশের প্রায় যে কোনো বাজারেই এখন বিটরুট সহজলভ্য। দামও খুব একটা বেশি নয়, অবশ্য ঠোঁটের জন্য অনেক বেশি পরিমাণে যে লাগবে এমনটিও কথা নয়, লাগবে কেবল একটি মাত্র টুকরো।
বিটরুটের টুকরোটিকে ভালোকরে ধুয়ে মুছে ফ্রিজে রেখে দিতে হবে কিছু মিনিটের জন্য, কোনোভাবেই জমতে দেওয়া যাবেনা। শুধুই ঠাণ্ডা করে নিতে হবে। তারপর টুকরো টিকে বের করে তা ঠোঁটে ম্যাসাজ করতে হবে কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট।