গত ৬ দিনে চার স্টেশনে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার সন্ধ্যায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যান জুট কর্পোরশেনের চেয়ারম্যান তথা সদ্য বিজেপি-তে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে জোড়া টুইট করে সে কথা জানান ধনখড়। শুভেন্দুর সঙ্গে বৈঠকের একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘আজ জুট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের (জিসিআইএল) চেয়ারম্যান শুভেন্দু অধিকারী আমার সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে এসেছিলেন। ১৯৭১ সালে স্থাপিত জিসিআইএলের এ বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ। আমি আশা করব শুভেন্দু এই বছরটিকে পাট চাষি ও পাট শিল্পের সঙ্গে যুক্তদের জন্য স্বর্ণময় করে তুলবেন’।
গত কয়েকদিন ধরেই বিভিন্ন রাজনীতিকদের সঙ্গে রাজ্যপালের সাক্ষাত্পর্ব রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে। গত বুধবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে যান মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা একান্তে কথা হয় তাঁদের। নবান্ন ও রাজভবন সূত্রে জানানো হয়, নতুন বছরের শুরুতে সৌজন্য সাক্ষাৎ করেছেন। কিন্তু বৈঠক প্রসঙ্গে রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী, প্রকাশ্যে কিছুই জানাননি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.