২৭ কোটি টাকার কাজের এ কী হাল!
লক্ষ্মীপুর পৌরসভায় ইউজিআইআইপি-৩ এর ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প কাজের পদে পদে অনিয়মের ভাঁজ দেখা যাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কনস্ট্রাকশন প্রভাব খাটিয়ে ইচ্ছেমতো কাজ করছে বলেও অভিযোগ রয়েছে। প্রকল্প তদারকি সংশ্লিষ্টদের নির্দেশনাও কানে তুলছেন না ঠিকাদার। আর এতে ক্ষুদ্ধ লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের।
এদিকে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় নিম্নমানের পাইপ ব্যবহার ও পাইপের ওপর-নিচে সঠিকভাবে বালু না দেয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আঠা ছাড়া জোরপূর্বক (পিটিয়ে) পাইপের সংযোগ দেয়া হয়েছে। সম্প্রতি প্রতি কিলোমিটার এলাকার পাইপের দু’পাশ আটকে দিয়ে পানির গতি (প্রেসার টেস্ট) পরীক্ষা করা হয়। এতে প্রতিটি পাইপের সংযোগ ছিঁড়ে গেছে।