চট্টগ্রাম সিটি নির্বাচন

প্রথম আলো চট্টগ্রাম সিটি করপোরেশন সম্পাদকীয় প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১, ১২:০০

করোনার কারণে গত বছরের মার্চে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হতে যাচ্ছে ২৭ জানুয়ারি। মেয়র পদে ৭ জন, ৪০টি সাধারণ কাউন্সিলর পদে ১৭২ জন এবং ১৪টি সংরক্ষিত পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে প্রধান বিরোধী দল বিএনপির।

নির্বাচন হলে প্রচারণা হবে, আর প্রচারণা হলে লোকসমাগম হবে, তা স্বাভাবিক। কিন্তু করোনাকালে স্বাস্থ্যবিধি ও নির্বাচনী আইন মানা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব কার? নিশ্চয়ই নির্বাচন কমিশনের। প্রথম কথা হলো যেই করোনার প্রাদুর্ভাবের দোহাই দিয়ে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেছিল, সেই করোনা কি দেশ থেকে চলে গেছে? যদি না গিয়ে থাকে, তাহলে করোনার মধ্যেও তারা নির্বাচন করছে কী যুক্তিতে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও