মিয়ানমারের রাজনীতিতে যে দর–কষাকষি চলছে
আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমার নিয়ে যত ক্ষোভ-বিক্ষোভ থাকুক, অভ্যন্তরীণভাবে দেশটি বেশ স্বস্তিতে আছে। বড় কোনো অনিয়ম ছাড়াই জাতীয় নির্বাচন হয়ে গেছে। দু-তিন মাস পরই নতুন করে এনএলডি সরকার আবার প্রশাসনের দায়িত্ব নেবে। জাপান, চীন, কোরিয়া, সিঙ্গাপুর, ভারত শক্তভাবে তার পাশে আছে। আপাতদৃষ্টে সবই যেন ছকে বাঁধা পরিস্থিতি। তবে রাজধানী নেপিডোতে কান পাতলেই চাপা উত্তেজনা টের পাওয়া যায়।
সেই উত্তেজনা অবশ্য নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ে মন্ত্রী হচ্ছেন, সে রকম বিষয় নিয়ে নয়। দুটি অনিশ্চয়তাকে ঘিরে চলতি উত্তেজনা। প্রথমত, অং সান সু চি প্রেসিডেন্ট হতে পারবেন কি না? দ্বিতীয়ত, সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং কি আরও এক মেয়াদের জন্য সশস্ত্র বাহিনীর প্রধান থাকছেন কি না?