কাতারের সঙ্গে আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় চালু
সংযুক্ত আরব আমিরাত ও কাতারের জলপথ, স্হলপথ ও আকাশ পথ উম্মুক্ত হলো আজ শনিবার থেকে। ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে ২০১৭ সালের ৫ জুন থেকে ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ যোগাযোগ সব কিছুই বন্ধ ছিল। এছাড়া জলপথ, স্হলপথ ও আকাশ পথও ছিল বন্ধ।
সন্ত্রাসবাদ সমর্থন ও অর্থায়নের অভিযোগে কাতারের ওপর অবরোধ আরোপ করা হয় সৌদি আরবের নের্তৃত্বে। যদিও কাতার বিষয়টি বার বার নাকচ করে দিয়ে আসছে। জিসিসি সম্মেলনে উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক চুক্তির পর অবশেষে আজ শনিবার থেকে প্রায় সাড়ে তিন বছর পর সেই অবরোধ উঠল।