নামের মিলে জমি ও বাড়ি নিলামে
অগ্রণী ব্যাংকের নবাবপুর শাখা থেকে ঋণ নিতে মেসার্স ট্রেড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড যে ছয়টি জমি বন্ধক রেখেছিল, তার একটি মো. আবু বকর সিদ্দিকী ওরফে সিদ্দিকুর রহমানের। ১৬ বছরের আইনি লড়াইয়ে জিতে অগ্রণী ব্যাংক আবু বকর সিদ্দিকীর বদলে আবু বকর সিদ্দিকের চারতলা বাড়ি নিলামে তুলে বেচে দিয়েছে।
ব্যাংক বলছে, তাদের কোনো দোষ নেই। সব দোষ নিলামে ওঠা বাড়ির মালিক আর নিলাম ক্রেতার। অন্যদিকে মালিক আর ক্রেতা দুষছেন ব্যাংককে।