ঢাকার ধামরাই: বন্ধের ১ সপ্তাহ না যেতেই ছয়টি ইটভাটা চালু
ঢাকার ধামরাই উপজেলায় অভিযান চালিয়ে গত ২১ ডিসেম্বর অবৈধ ছয়টি ইটভাটা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। কিন্তু এক সপ্তাহের মধ্যেই এসব ভাটা আবার চালু করেছেন মালিকেরা। প্রথম আলোর প্রতিবেদক সরেজমিন ঘুরে এর সত্যতা পেয়েছেন।ভাটাগুলো হলো জয়পুরা এলাকার নির্বাণ, ইউনিক ও কেবিসি ব্রিকস এবং দেপশাই এলাকার বাংলা, সুপার ও মা ব্রিকস।
এসব ভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। এর কোনোটি শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে অবস্থিত। কোনোটি তিন ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে। ধামরাইয়ের আইনজীবী পলাশ ঘোষ বলেন, যেখানে–সেখানে ইটের ভাটা গড়ে উঠেছে। এসব ভাটার মালিকেরা আইন অমান্য করে অবৈধভাবে ইট পোড়াচ্ছেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চালু হলো
- বন্ধের নির্দেশ
- ইট ভাটা