বেআইনি কাজ করায় সৌদি নাগরিককে দেশে ফেরত
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২১, ১২:৩৯
বেআইনি কাজে সম্পৃক্ততার অভিযোগে এক সৌদি নাগরিককে দেশে পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। মানব পাচারের সঙ্গে সম্পৃক্ততা, হোটেলের বিল পরিশোধ না করা এবং ব্যবসায়িক অংশীদারের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন, থানা-পুলিশ এবং সৌদি দূতাবাসে লিখিত অভিযোগ জানানোর পরও তাঁর বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নেয়নি। এতে তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।