চট্টগ্রামে ৪০০ ইটভাটার মধ্যে ৩৩০টিই অবৈধ। মাত্র ৭০টির বৈধ কাগজপত্র আছে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইটভাটা নিয়ন্ত্রণ আইন থাকলেও তোয়াক্কা করছেন না কোনো মালিক। ধ্বংস করা হচ্ছে ফসলি জমি। কাঠ পুড়িয়ে উজাড় করা হচ্ছে বন। অবশেষে হাইকোর্টের এক আদেশে শুরু হয় ইটভাটা উচ্ছেদ অভিযান।
ইটভাটার চিমনির ধোঁয়া মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ইটভাটা নিয়ন্ত্রণ আইনে বলা আছে বসতির এক কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করা যাবে না। অথচ নিয়মনীতির তোয়াক্কা না করে রাউজানে বসতি ও স্কুলের ১০০ মিটারের মধ্যে নির্মাণ করা হয়েছে ইটভাটা। তোয়াক্কা করেনি মসজিদকেও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.