ঘটনার বৃত্তচক্র একই রকম, জায়গার নাম বদলায়, মূল চরিত্রের নাম বদলায়, সময় বদলায়; কিন্তু আমাদের প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়াহীনতা বদলায় না, অস্বীকারের সংস্কৃতি বদলায় না। আর যা বদলায় না, তা হচ্ছে আহাজারি। বরিশালে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তারের তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় বরিশাল আইন মহাবিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র রেজাউল করিম ওরফে রেজার (৩০) ‘মৃত্যুর’ সংবাদ আমাদের আবার বৃত্তচক্রের কথাই মনে করিয়ে দিয়েছে।
কিছু প্রতিবাদ হচ্ছে, কিন্তু নির্লিপ্ত মানবাধিকার কমিশন; যেমন ছিল গত বছরগুলোতে ২০১৭ সালে, ২০১৮ সালে, ২০১৯ সালে, ২০২০ সালে। একে একটি ‘ঘটনা’ বলেই বিবেচনা করা হচ্ছে। যেমন বিবেচনা করা হয়েছে গত বছরের অক্টোবরে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ,
- ট্যাগ:
- মতামত
- পুলিশ হেফাজতে মৃত্যু
- বেআইনি