সুস্থ থাকতে মটরশুঁটি খান বছরভর, জানুন সংরক্ষণের উপায়...
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ১৬:৫০
শীতকাল চলছে। মটরশুঁটির কচুরি খাওয়ার পালা চলছে ঘটা করে। স্যালাড, তরকারি, কাঁচা বা সেদ্ধ সারাবছর যদি মটরশুঁটি খাওয়া যায় তাহলে ব্লাডসুগার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। শীতের সবজি মটরশুঁটি সারাবছর সংরক্ষণ করতে পারেন।