করোনা সংকটেও বেড়েছে রিটার্ন জমা ও আয়কর আদায়

কালের কণ্ঠ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২১, ২০:২৫

গত বছরের সারাটা সময় জুড়ে করোনাভাইরাসের প্রকোপে দেশের অর্থনীতিতে গতি ছিল না। করোনাকালিন সংকটে অনেকের আয়-রোজগার কমেছে। এমন পরিস্থিতিতেও চলতি করবর্ষের ডিসেম্বর পর্যন্ত গতবারের একই সময়ের তুলনায় রিটার্ন জমা ও আয়কর আদায় বেশি হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭৩ শতাংশ।

চলতি (২০২০-২০২১) অর্থবছরে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা। চলতি করবর্ষে জরিমানা ছাড়া রিটার্ন জমার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। করোনাকালিন সংকট বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করে। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৪ লাখ ৯ হাজার ৩৫৭ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছে। যা গত অর্থবছর একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি। ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর আদায় হয়েছে ৩৪ হাজার ২৩৮ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১ হাজার ৫৪৫ কোটি ৯ লাখ টাকা বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও