চীন থেকে ব্যবসা সরিয়ে নিচ্ছে জাপানের ৪০ শতাংশ প্রযুক্তি প্রতিষ্ঠান
জাপানের ৪০ শতাংশ প্রযুক্তি প্রতিষ্ঠান চীন থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। ইতমধ্যে অনেকে উৎপাদনকেন্দ্র অন্য দেশে স্থানান্তর শুরুও করেছে। গত মঙ্গলবার টোকিওভিত্তিক বার্তা সংস্থা কিয়োদো নিউজের এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা কতটা চীনকেন্দ্রিক, করোনাভাইরাস মহামারির মধ্যে সেটা পরিষ্কার বোঝা গেছে। তার ওপর প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তারে চীন-যুক্তরাষ্ট্রের লড়াই বাড়তি উদ্বেগ তৈরি করেছে। এ কারণে অনেক প্রতিষ্ঠানই এখন উৎপাদন বা যন্ত্রাংশ সরবরাহে চীনের ওপর নির্ভরশীলতা কমানোর চিন্তা করছে।
কিয়োদো কর্তৃপক্ষ জরিপের জন্য জাপানের প্রায় ১৫০টি প্রধান ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। এর মধ্যে ৯৬টি প্রতিষ্ঠান সাড়া দিয়েছে। এদের মধ্যে রয়েছে ক্যানন, টয়োটা, কেডিডিআই কর্পোরেশন, কোবি স্টিল, এনইসি কর্পোরেশন, মিতসুবিশি ভারী শিল্প লিমিটেডের মতো বৃহৎ শিল্পগোষ্ঠীগুলো।