পাকিস্তানে মন্দির ভাঙচুর, আটক ১৪

কালের কণ্ঠ পাকিস্তান প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ১৮:০৮

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি হিন্দু মন্দিরে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে উগ্র জনতা। বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা পেশোয়ার থেকে ৬২ মাইল দূরের একটি গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ। গ্রেপ্তারকৃতরা একটি উগ্র ইসলামপন্থী দলের সদস্য।

এদিকে, খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার তেরি গ্রামে সংঘটিত এই ভয়াবহ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। ভিডিওতে দেখাযায়, জনতা ১৯২০ সালের আগে নির্মিত মন্দিরটিতে আগুন দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দেখা গেছে, উগ্র ধর্মীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে হাতুড়ি বাটাল নিয়ে আক্রান্ত মন্দিরটির গায়ে আঘাত করছে তাদের অনুসারী কর্মীরা। একই সঙ্গে মন্দিরের চারপাশ ঘিরে ধোঁয়া উড়তেও দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশও এমন তথ্য জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও