সান্ধ্যকোর্স বন্ধসহ ২৪টি ব্যবস্থা চায় ইউজিসি
বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ধ্যাকালীন সব কোর্স বন্ধ করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়েও গুচ্ছ ভিত্তিতে ভর্তির ব্যবস্থা করা, গবেষণায় চৌর্যবৃত্তি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা করাসহ ২৪ ধরনের ব্যবস্থা নিতে সরকারের কাছে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। উচ্চশিক্ষায় দায়িত্বে থাকা সংস্থাটি মনে করে, এসব সুপারিশ বাস্তবায়ন করা গেলে দেশে উচ্চশিক্ষা অনেক দূর এগিয়ে যাবে।
বার্ষিক প্রতিবেদনে এসব সুপারিশ করেছে ইউজিসি। প্রতিবেদনটি রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেওয়া হয়েছে। ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, তাঁরা আশা করছেন, এই সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
বর্তমানে দেশে ৪৬টি পাবলিক ও ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। প্রতিবছরই ইউজিসি সরকারের কাছে বার্ষিক প্রতিবেদন জমা দেয়, যেখানে বিভিন্ন ধরনের সুপারিশ থাকে। এবার নতুন বেশ কিছু সুপারিশ করা হয়েছে।