অনলাইনে আবেদন, অফলাইনে সই
সময় টিভি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০৪:২৮
রাজধানীর স্কুলগুলোতে প্রথম শ্রেণির ভর্তির জন্য অনলাইনে আবেদনের কথা বলা হলেও, সই নেয়ার জন্য অভিভাবকদের ডাকা হয়েছে স্কুলে। প্রতি শিফটের জন্য সময় দেয়া হয়েছে মাত্র চার ঘণ্টা। করোনাকালে জনসমাগমের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। প্রশ্ন তুলেছেন অনলাইনে ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে।
বর্তমান কোভিড ১৯ পরিস্থিতির কারণে দেশের সরকারি ও বেসরকারি কোন স্কুলের প্রথম হতে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। ২০২১ শিক্ষাবর্ষের ভর্তি লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে।
সরকারের নির্দেশনা অনুযায়ী লটারির জন্য অনলাইনে আবেদনের কথা বলা হলেও বেসরকারি স্কুলগুলো অনলাইনের পাশাপাশি অফলাইনেও জমা নিয়েছে প্রথম শ্রেণীর সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র।