তাড়াশে সমবায় সমিতির নামে কোটি কোটি টাকা লুট!
সিরাজগঞ্জের তাড়াশে সমবায় সমিতির নামে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত হওয়া উপজেলার মহিষলুটি একতা মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। চলনবিলের প্রাণ কেন্দ্রে বাংলাদেশের বহুল আলোচিত এই মৎস্য আড়তে রাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত উত্তরবঙ্গ ও ঢাকা থেকে ক্রেতারা মাছ ক্রয়ের জন্য আসে।
আর এ মৎস্য ক্রয়ের বিষয়টিকে কেন্দ্র এখানে গড়ে উঠেছে ১০৩টি মৎস্য আড়ত। আর মৎস্য আড়তগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে ওই সমবায় সমিতি। গোপন সূত্রে জানা যায়, গত এক বছরে ২৭টি কাটা সমিতির নামে বিক্রি করছে যার মূল্য প্রায় কোটি টাকার বেশি হবে। যদি কেউ সমিতির বিষয়ে কথা বলে তাহলে তার কাটা বন্ধ করে দেয়া হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- টাকা লুট
- সমবায় সমিতি