৭ জানুয়ারি মমতা নন্দীগ্রাম যাচ্ছেন না, যাবেন বক্সি, জানালেন অখিল
আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামের তেখালির সভায় যোগ দিচ্ছেন না তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা না গেলেও প্রস্তাবিত সভাটি হবে। মমতার জায়গায় ওই সভায় থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সোমবার এমনই জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের অন্যতম কো-অর্ডিনেটর তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। ২০০৭ সালের শুরুতে নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল, সেই ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ দিন হল ৭ জানুয়ারি। জমি আন্দোলনে ওইদিন তিনজনের মৃত্যু হয়েছিল। মূলত সেই কারণেই তৃণমূল প্রতি বছর সেখানে ‘শহিদ স্মরণে কর্মসূচি’-তে বড় সমাবেশ করে। এ বার মমতা ওইদিন মন্দীগ্রামে সভা করতে চেয়েছিলেন। তৃণমূলগত ভাবে অবশ্য পূর্বঘোষিত সভা হচ্ছে। কিন্তু সেখানে থাকছেন না মমতা। অন্তত অখিল তেমনই জানাচ্ছেন।
কেন মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম যেতে পারছেন না, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি অখিল। তৃণমূল সূত্রেও এখনও পর্যন্ত মমতার নন্দীগ্রামে অনুপস্থিতি নিয়ে কিছু জানানো হয়নি। তবে প্রত্যাশিত ভাবেই এ নিয়ে নানা জল্পনা চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.