
দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা ধরনের অপরাধ বৃদ্ধির খবর আসছে। বিশেষ করে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের খবর প্রতিনিয়তই সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। কদিন আগে গাজীপুরের ভাওয়াল এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সন্ধ্যার পর থেকে ডাকাত দলের দৌরাত্ম্য বৃদ্ধির খবর প্রকাশিত হয়েছে।
রোববার প্রথম আলোর ষষ্ঠ পাতায় খবর ছাপা হলো, কুষ্টিয়া পৌর এলাকার শহরতলি মিনারপাড়াসহ পাশের দুটি গ্রামের কৃষকেরা গরুচোরদের দৌরাত্ম্যের কারণে রাতে ঘুমাতে পারছেন না। কোনো সুনির্দিষ্ট এলাকায় দিনের পর দিন একই অপরাধ সংঘটিত হতে থাকলে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট হয়ে ওঠে।