কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিলে সই করেননি ট্রাম্প, লাখো কর্মহীন আমেরিকানের ভাতা বন্ধ হচ্ছে

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ১৬:১১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের মহামারী সহায়তা এবং সরকারি ব্যয় প্যাকেজ বিলে সই না করার শনিবার থেকে দেশটির লাখ লাখ বেকারের ভাতা বন্ধ হয়ে যাচ্ছে।

বড় অংকের এই বিল নিয়ে অসন্তুষ্ট ট্রাম্প এ সপ্তাহে বিলের সংস্কার দাবি করেন। ওই বিলের মধ্যে ৮৯২ বিলিয়ন মার্কিন ডলার করোনাভাইরাস মহামারীর কারণে দারুণভাবে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় ব্যয় হবে। যার মধ্যে এ মহামারীর কারণে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়া মানুষদের জন্য বিশেষ অর্থ সহায়তাও অন্তর্ভুক্ত।

মহামারীর কারণে আমেরিকার লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন। তাদের জন্য সরকার থেকে যে সুবিধার ব্যবস্থা করা হয়েছে সেটার মেয়াদ ২৬ ডিসেম্বর শেষ হচ্ছে। নতুন তহবিল পাওয়া না গেলে তারা আর অর্থ সহায়তা পাবেন না। বিলের বাকি এক দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার সরকারের সাধারণ ব্যয় নির্বাহের জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও