সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মমতাকে আক্রমণে দিলীপ-মুকুল-সব্যসাচী
ফের সিঙ্গুরকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, সিঙ্গুরে ১১ একর জমির উপর তৈরি হবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তার পর থেকেই বিষয়টি নিয়ে মাঠে নেমেছে বিজেপি। তাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে যে জমিতে শিল্প হয়নি, ভোটের মুখে সেখানে শিল্পের ঘোষণা করে ‘মানুষকে বিভ্রান্ত’ চাইছেন তিনি। শুক্রবার একযোগে মমতার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।
নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সিঙ্গুর রেলস্টেশনের কাছে ১১ একর জমিতে তৈরি হবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। কাজ করবে ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগম। ইচ্ছুক লগ্নিকারীদের আহ্বানও জানান মমতা।
শুক্রবার রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ এই বিষয়ে কটাক্ষ করেন মমতাকে। হাওড়ার বালিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন দিলীপ। সেখানে তিনি তুলে আনেন সিঙ্গুর প্রসঙ্গ। তাঁর কথায়, ‘‘সিঙ্গুরে শিল্প হবে শুনলে ঘোড়াতেও হাসবে। দিদিমণির হাত ধরে শিল্প আসবে না। উনি খেলা, মেলা ও পুজোর উদ্বোধন করেছেন। কোনও শিল্পের উদ্বোধন করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে।’’