ঐতিহ্যবাহী যাত্রাশিল্প বাঁচাতে সরকারের নতুন উদ্যোগ
যাত্রাশিল্পে দুর্দিন অনেক আগে থেকেই শুরু হয়েছে। পৃষ্ঠপোষকতা তো দূরের কথা অঘোষিতভাবে যাত্রাপালার অনুমোদনই বন্ধ। ফলে আবহমান বাংলার এই লোক-ঐতিহ্য এখন শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ হল ছাড়া কোথাও নেই। তবে আশার কথা নাট্যশিল্পের পাশাপাশি দেশে যাত্রাশিল্পের সার্বিক কল্যাণ, প্রচার ও প্রসারের কথা ভাবছে সরকার। সম্প্রতি জাতীয় সংস্কৃতি নীতি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধন খসড়ায় যাত্রা, পুতুল নাচ ও নাট্যচর্চার পরিধি বাড়ানোসহ এর উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবে জাতীয় পর্যায়ে যাত্রা একাডেমি এবং পর্যায়ক্রমে জেলা ও উপজেলায় যাত্রা একাডেমি করার প্রস্তাব করা হয়। আর জাতীয় পর্যায়সহ জেলা ও উপজেলা পর্যায়ে নাট্যমঞ্চ করার প্রস্তাব করা হয়েছে খসড়া নীতিতে। যাত্রা, নাট্যশিল্প এবং পুতুলনাট্যের প্রচার প্রসারে গুরুত্ব দেওয়া হয়েছে খসড়ায়।