জমি ট্রাস্টের, লাভবান অন্যরা
রাজধানীর গুলিস্তান মোড়ে প্রায় দুই বিঘা জমির মালিক বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। আবাসন ব্যবসায়ীদের হিসাবে জমিটির বাজারমূল্য ২০০ কোটি টাকার বেশি। দুই দশক আগে এ জমিতে নেওয়া গুলিস্তান কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে ‘সবাই’ লাভবান হয়েছেন, শুধু ট্রাস্ট ছাড়া।
গুলিস্তান কমপ্লেক্সের ডেভেলপার বা উন্নয়নকারী প্রতিষ্ঠান দ্য মেসার্স ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স ৬৯০টি দোকান বিক্রি করে চলে গেছে। প্রতিষ্ঠানটির দুই পরিচালকের বিরুদ্ধে আলাদাভাবে দোকান বিক্রির অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ট্রাস্টের নীতিনির্ধারক ও কর্মকর্তাদের বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির অভিযোগ। অবশ্য ট্রাস্ট বৈধভাবে একটি দোকানও পায়নি। এখন নিজের জমিতে তৈরি ভবনের একটি তলার একাংশ ‘দখল’ করে কার্যালয় করতে হয়েছে তাদের।