কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


‘ফুলস্টপ বলে কিছু নেই রাজনীতিতে’, জিতেন্দ্রর ফেসবুক পোস্টে নয়া জল্পনা

আসানসোলে তৃণমূল ত্যাগ। কলকাতায় এসে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক এবং ‘ঘর ওয়াপসি’। বলেছিলেন, ভুল করেছিলেন। দিদির কাছে ক্ষমা চেয়ে নেবেন। তিনি তৃণমূলেই থাকছেন। সেই জিতেন্দ্র তিওয়ারিই বুধবার ফেসবুকে একটি ‘অর্থবহ’ পোস্ট করে বসেছেন। ইংরেজিতে তিনি লিখেছেন, ‘রাজনীতিতে কোনও ফুলস্টপ নেই। রয়েছে পরপর কমা, কোলন, সেমিকোলন’। অর্থাৎ, রাজনীতিতে কোনও পূর্ণচ্ছেদ নেই। রয়েছে একাধিক যতিচিহ্ন। জিতেন্দ্রর ফেসবুক পোস্টের কাছাকাছি সময়েই শুরু হয়েছে রাজ্য বিজেপি-র একের পর এক নেতা এবং নেত্রীকে শো-কজ করা। যার প্রেক্ষিত জিতেন্দ্রর দলভুক্তি নিয়ে সংবাদমাধ্যমে এবং প্রকাশ্যে দলীয় লাইনের বিরুদ্ধে কথা বলা। শো-কজ শুরু হয়েছিল সায়ন্তন বসুকে দিয়ে। আপাতত সেই তালিকায় সাম্প্রতিকতম অগ্নিমিত্রা পাল। শোনা যাচ্ছে, আরও কয়েকজনকে শো-কজ করা হতে পারে। ওই শাস্তির বার্তা খুব স্পষ্ট— কেন্দ্রীয় বা রাজ্যনেতৃত্ব জিতেন্দ্রকে দলে নেওয়ার বিষয়ে মনস্থির করেছিলেন। জিতেন্দ্র-বিরোধী মন্তব্য করে সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া দলীয় নীতির পরিপন্থী। ঘটনাচক্রে, জিতেন্দ্রর বিষয়ে প্রথম প্রতিবাদ করেছিলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তার পরেই তাঁর সুরে সুর মেলাতে থাকেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ অন্য নেতারা। ফলস্বরূপ জিতেন্দ্রর সামনে বিজেপি-র দরজা বন্ধ হয়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন