![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F618557a9-4e74-43a4-97b9-fdfddc50faf1%252FOrange.jpg%3Frect%3D14%252C0%252C1714%252C900%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কমলা থাক সঙ্গে
প্রথম আলো
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১১:৫৬
শীত মানেই কমলা। আর কমলা মানে ভিটামিন সি। এই করোনাকালে ভিটামিন সির গুরুত্ব এত দিনে আমরা জেনে গেছি। বাড়ি থেকে বের হলেই ভ্যানে কিংবা ফলের দোকানে দেখা মিলছে হরেক আকারের কমলার। এর মধ্যে কোনো কোনোগুলো আবার দেশি বলেও বিক্রি হচ্ছে। কমলা বিভিন্নভাবে খাওয়া যায়। শীত মানেই কমলা। আর কমলা মানে ভিটামিন সি। হাতের কাছে থাকা এই উপকারী ফলটি খেতে পারেন দিনের যেকোনো সময়, যেকোনো ভাবেই।