![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2018%252F09%252F17%252Ff9525179f0b38bba24931b46410a2902-5b9f13d2869b6.jpg%3Frect%3D0%252C30%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
অনেকদিন পর হৃদয় খান
প্রথম আলো
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ০৮:০০
‘যদি একদিন’ ছবির ‘লক্ষ্মীসোনা’ গানটি বেশ পছন্দ করেছিলেন দর্শকেরা। বাবা-মেয়ের আবেগ-অনুভূতি কথামালার গানটি দর্শকহৃদয়ে দারুণভাবে দোলা দিয়ে গেছে। ছবিটি মুক্তির আগেই অনলাইনে আলোচনায় চলে এসেছিল গানটি। এরপর আর চলচ্চিত্রের গানে হৃদয় খানকে দেখা যায়নি। মাঝখানে প্রায় দুই বছর পেরিয়ে গেছে। সম্প্রতি মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন এই সংগীতশিল্পী। ‘মনে থাকে মনের মানুষ’ শিরোনামে গানটি লিখেছেন মীর সাব্বির। গানের সুর ও সংগীত করেছেন হৃদয় খান নিজেই।
- ট্যাগ:
- বিনোদন
- দর্শক
- অনুভূতি
- সঙ্গীত শিল্পী
- হৃদয় খান