দেশের শীর্ষ ১০ ডিজিটাল তারকা
করোনার কারণে দীর্ঘদিন বিনোদন অঙ্গনের কার্যক্রম বন্ধ। তখন ফেসবুকই সেতুবন্ধ গড়ে দিয়েছিল তারকা আর ভক্তদের। ব্যক্তিগত আর পেশাজীবনের যা কিছু, তারকারা তা প্রকাশ করেছেন ফেসবুকে। ভক্তরাও সেসবে যুক্ত হয়েছেন। সমর্থন করেছেন, অভিনন্দন জানিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন অন্তর্জালের দুনিয়ায়। কদিন আগে গ্লোবাল মিডিয়া কোম্পানি ফোর্বস প্রকাশ করেছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রভাবশালী ডিজিটাল তারকাদের তালিকা। এবারে সোশ্যালবেকারস ডটকম থেকে দেখে নেওয়া যাক বাংলাদেশে বড় পর্দা, ছোট পর্দা আর সংগীতজগতের কোন কোন তারকা সরব ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বাংলাদেশের শীর্ষ ১০ ডিজিটাল তারকার ৬ জনই নারী। তালিকার প্রথম নামটিই পরীমনির। ফোর্বস-এর তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান করে নেওয়া তারকা তিনি। ফেসবুকে তাঁর পেজের লাইক ছাড়িয়ে গেছে ৮৯ লাখ ৮৫ হাজার। ছবি পোস্ট করে, ব্যক্তিগত জীবন আর কাজের নানা খবরে প্রতিনিয়ত ইতিবাচক আর নেতিবাচক আলোচনায় থাকেন তিনি।