বন্ধ নয়, চিনি শিল্পের আধুনিকায়ন দাবি করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে। একইসঙ্গে বন্ধ চিনিকলসমূহ চালু এবং পাটকল-চিনিকলসহ রাষ্ট্রীয় সম্পদ বিরাষ্ট্রীয়করণ বন্ধের দাবি জানানো হয়।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাজেকুজ্জামান রতন। বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, কোষাধ্যক্ষ জুলফিকার আলী, প্রচার সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক সেলিম মাহমুদ, সদস্য রতন মিয়া প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.