টিকা পাওয়া এবং তা মানুষের দেহে প্রয়োগ করে সুফল পাওয়ার আগপর্যন্ত কোভিড-১৯ মহামারি আমাদের জন্য সবচেয়ে বড় জাতীয় সমস্যা হিসেবেই থেকে যাচ্ছে। আমরা অনেকটা অসহায়ের মতো দেখতে পাচ্ছি, শীত শুরুর সঙ্গে সঙ্গে সারা দেশে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। যদিও পর্যাপ্ত পরীক্ষার অভাবে সংক্রমণের প্রকৃত চিত্র পাওয়া সম্ভব হচ্ছে না, তবু পরিষ্কার দেখা যাচ্ছে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুর যে নিম্নমুখী প্রবণতা ছিল, তা আবার ঊর্ধ্বমুখী হয়েছে। সাধারণভাবে বলা হচ্ছে, এটা করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। আগামী দিনগুলোতে এর বেগ ও শক্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
তা যদি হয়, তাহলে আমরা দ্বিতীয়বারের মতো কতগুলো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছি। প্রথমত, কোভিডের বিপদ বাড়ছে, কিন্তু এই রোগের সঙ্গে আমাদের মানসিক সম্পর্ক অনেকটাই বদলে গেছে। প্রথম পর্যায়ের সেই ভয় কেটে গেছে, ফলে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে ব্যাপক শিথিলতা চলে এসেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.