কক্সবাজারের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের বাবা দাবি করে সন্তান হিসেবে স্বীকৃতি চেয়েছেন মোহাম্মদ ইসহাক (২৭) নামের এক যুবক। রোববার টেকনাফের সহকারী জজ মো. জিয়াউল হকের আদালতে এ বিষয়ে একটি আবেদন করেন ইসহাক। প্রয়োজনে ডিএনএ পরীক্ষারও আর্জি জানান তিনি।
বিচারক আবেদনটি আমলে নিয়ে আগামী ১৪ জানুয়ারি বিবাদীকে আদালতে হাজির হয়ে জবানবন্দি দিতে নির্দেশ দিয়েছেন।
ইসহাক এজাহারে বলেন, তিনি বদির এক সময়ের পারিবারিক মিস্ত্রী মোহাম্মদ ইসলামের সংসারে বড় হয়েছেন। মোহাম্মদ ইসলামের সঙ্গে তার মা সুফিয়া খাতুনের পরে দ্বিতীয় বিয়ে হয়।
ইসহাক বর্তমানে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বিসিক শিল্প এলাকা সংলগ্ন দক্ষিণ মুহুরী পাড়ায় বসবাস করছেন বলে আদালতে করা আবেদনে জানিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.