জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম সারোয়ার আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে এ রায় ঘোষণা করেন। এই মামলায় রবিউলের সঙ্গে হেরোইনসহ গ্রেপ্তার হওয়া আরেক আসামিকে খালাস দিয়েছেন আদালত। জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী রবিউল ইসলাম (৩৫) নওগাঁর ধামইরহাট উপজেলার চকচানদিরা গ্রামের শরীফ উদ্দীনের ছেলে। খালাস পাওয়া ব্যক্তি হলেন আবু রায়হান (২৪)। তিনি একই উপজেলার চকম্বল গ্রামের আলেম মিয়ার ছেলে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.