
সকালে-রাতে দাঁত ব্রাশ করা আবশ্যিক। কিন্তু তাতেও অনেক সময়েই সমস্যা হয়। ভেবে দেখেছেন কি, আপনার ব্রাশ করার পদ্ধতিতে কোনও গোলমাল থেকে গিয়েছে কি না?
দাঁতের যত্ন নেওয়া স্বাস্থ্যকর অভ্যাস। কিন্তু অত্যন্ত বেশি যত্ন কোথাও দাঁতেরই ক্ষতি করছে না তো? কিংবা এমনও হতে পারে, যে উপায়ে যত্ন নিচ্ছেন, তার পদ্ধতি ঠিক হচ্ছে না। এমন হলে কিন্তু দাঁতের ক্ষতি অবধারিত। ছোটদেরও আমরা দাঁত মাজার কথা বলি, নানা রকম যত্নের উপায় শেখাই। কিন্তু ঠিক কী উপায়ে সেই যত্ন নেওয়া সম্ভব তা কি জানেন?