বঙ্গবন্ধু কাপের সার্থকতা খুঁজে পেয়েছেন সুজন

ঢাকা টাইমস শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ১১:৪১

করোনার শুরু থেকেই বেশ সাবধানী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন বন্ধ রেখেছিল খেলা। অবশেষে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে ঘরের মাঠে ক্রিকেট ফিরিয়েছে টাইগার বোর্ড। এরপর পাঁচ দল নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। খালেদ মাহমুদ সুজন জানান, এই টুর্নামেন্ট নিয়মিত করতে পারলে তরুণ পারফর্মার খুঁজে পাবে বাংলাদেশ ক্রিকেট।

এদেশের ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টির আসর খুব বেশি বসে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে বিদেশিদের আধিক্য থাকে বেশি। বিদেশি আর জাতীয় দলের খেলোয়াড়দের ভিড়ে নিজেকে মেলে ধরার সুযোগ পান না তরুণ ক্রিকেটাররা। এবার পাঁচ দলীয় টুর্নামেন্ট হলেও, সেখানে বিদেশি রাখেনি বিসিবি। স্থানীয়দের নিয়ে আয়োজন করেছে বিশ ওভারের লড়াই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও