বিশ্রাম নেওয়ার সময়ও মাথায় ঘুরছে টেস্ট: স্মিথ
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার ফাঁকে বিশ্রাম নেওয়াও জরুরি বলে মনে করেন তিনি। কিন্তু বিশ্রাম নেওয়ার সময়ও মাথা থেকে টেস্ট ম্যাচকে সরাতে পারছেন না অস্ট্রেলিয়ার অন্যতম ভরসা স্টিভ স্মিথ।
রবিবার স্মিথ টুইট করেন, ‘‘টেস্ট ম্যাচের প্রস্তুতি নেওয়ার সময় বিশ্রাম নেওয়াও জরুরি। তা সে রবিবার কফি খাওয়ার সময় ঘণ্টাখানেকই হোক না কেন। তবে আমার কাছে ব্যাপারটা সোজা নয়। মাথার মধ্যে ক্রিকেট ঘুরপাক খেয়েই চলে। শ্যাডো ব্যাটিংও আটকানো কঠিন।’’ প্রস্তুতি চলছে আর এক অস্ট্রেলীয় ক্রিকেটারেরও। ওয়ান ডে সিরিজে তিন বার আউট করেছেন বিরাট কোহালিকে। তাই জশ হেজ্লউড মনে করেন, টেস্ট ম্যাচে মানসিক ভাবে কিছুটা হলেও বিরাটের চেয়ে এগিয়ে থাকবেন তিনি। তবে বিরাট যে কঠিন প্রতিপক্ষ, তা স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলীয় পেসার।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
কালের কণ্ঠ
| সিডনি ক্রিকেট গ্রাউন্ড
২ বছর, ১১ মাস আগে
২ বছর, ১২ মাস আগে
কালের কণ্ঠ
| সিডনি
৩ বছর আগে
৩ বছর আগে