বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ

বার্তা২৪ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ১৯:৫৫

বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য সরকারের অনেক প্রকল্প রয়েছে, তেমনি বেসরকারি উদ্যোগেও কাজ হচ্ছে। তবে প্রচারনা এবং সচেতনতার অভাবে সুবিধা এবং উপকারভোগের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা। ফলে সকল উদ্যোগ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মধ্যে সহজ যোগাযোগ স্থাপনের জন্য সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। এই সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে একটি কেন্দ্রীয় তথ্য ব্যবস্থার প্রয়োজনীয়তার উল্লেখ করেন তারা।

বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রেরণা ফাউন্ডেশন এবং দৈনিক সমকাল ও দ্যা ডেইলি স্টার এর উদ্যোগে সোমবার (ডিসেম্বর ০৭) সন্ধ্যায় 'প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে প্রয়োজন সমন্বিত উদ্যোগ' শীর্ষক এক বিশেষ সংলাপে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এই সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও