You have reached your daily news limit

Please log in to continue


চুপিসাড়ে লঞ্চ করে গেল Vivo Y52s! জানুন দাম ও ফিচার্স

কিছু দিন আগেই চাইনিজ টেলিকম ডেটাবেসে Vivo Y52s স্মার্টফোনের বেশ কিছু মূল ফিচার্স ফাঁস হয়ে গিয়েছিল। সেই ফোনটিকেই চিনে লঞ্চ করল Vivo। লেটেস্ট এই স্মার্টফোনে রয়েছে MediaTek Dimensity 720 SoC চিপসেট, 6.58 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট এবং আরও অনেক কিছু। Vivo-র Y52s হ্যান্ডসেটটির 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম চিনে CNY 1,598। ভারতীয় মূল্যে প্রায় 18,060 টাকা। এই স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টসের দাম আবার CNY 1,798, অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 20,300 টাকা। 12 ডিসেম্বর থেকেই ফোনটির অনলাইনে বিক্রি শুরু হবে চিনে। টাইটানিয়াম গ্রে, মানি এবং কালার সি - মূলত এই তিনটি কালার অপশনেরই Vivo Y52s পাওয়া যাবে মার্কেটে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন