![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/12/08/og/120336_bangladesh_pratidin_samiul.png)
মায়ের পরকীয়ার বলি শিশু সামিউল হত্যার রায় আজ
রাজধানীর মোহাম্মদপুরে পরকীয়ার বলি শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি (৫) হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ মঙ্গলবার। ঢাকার বিশেষ জজ-৪ শেখ নাজমুল আলমের আদালতে এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে।
গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালত রায়ের জন্য এদিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ফারুক উজ্জামান ভূঁইয়া (টিপু) বলেন, মামলায় রাষ্ট্রপক্ষ থেকে যুক্তি উপস্থাপন করা হয়েছে। আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছি। আশা করছি, আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডই হবে।