![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/12/online/facebook-thumbnails/Untitled-2-samakal-5fce0ce76b853.jpg)
ধর্ষণে অন্তঃসত্বা ভাগনি, খালু গ্রেপ্তার
ময়মনসিংহের গফরগাঁওয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে আপন খালুর বিরুদ্ধে। এতে ওই ছাত্রী অন্তঃসত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবার দায়ের করা মামলায় পুলিশ অভিযুক্ত আব্দুল মতিন ভূইয়াকে (৫০) গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে গফরগাঁও উপজেলার আউট বাড়িয়া গ্রামে।
আব্দুল মতিন ভূইয়া পাশের ত্রিশাল উপজেলার কুষ্টিয়া(সেনবাড়ি) গ্রামের মৃত আব্দুল ভূইয়ার ছেলে। তিনি আউট বাড়িয়া গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।