হারানো মোবাইল খুঁজে দেবে গুগল!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ১৬:১০
অনেক সময়ই আমাদের হাতে থাকা মূল্যবান ফোনটি ভুলবশত হারিয়ে যায়। অতঃপর যখন মনে পড়ে ফোনের কথা তখন হয়ত অন্য কারো ফোন দিয়ে নিজের নম্বরে কল করে থাকি। এরপর মনে হলো ফোন তো সাইলেন্ট করা। এমনটা প্রায়ই হয় আমাদের সঙ্গে। এমন অবস্থায় মোবাইলটি খুঁজতে গিয়ে হয়রান না হয়ে সাহায্য নিন গুগলের। ফোন যদি সাইলেন্ট মোডে থাকে তবে মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখুন।
নিজের জি-মেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন। মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগলে। এবার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিন। তারপর ‘রিং’ অপশন সিলেক্ট করুন।
- ট্যাগ:
- লাইফ
- কম্পিউটার
- গুগল
- জি-মেইল
- মোবাইল ফোন