কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্পেনে মুসলিম শাসনের স্মৃতিচিহ্ন

কালের কণ্ঠ স্পেন প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ০৮:৫১

দীর্ঘ আট শ বছর মুসলিমরা স্পেন শাসন করে। এই দীর্ঘ সময়ে ইসলাম ও ইসলামী সংস্কৃতি স্পেনের সমাজ ও সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যায়। স্পেনে মুসলিম শাসনের অবসান এবং রাষ্ট্রীয়ভাবে ‘এক বর্ণ এক ধর্ম’ নীতি গ্রহণের পর আজও স্প্যানিশ সমাজ-সংস্কৃতিতে ইসলামের প্রভাব দৃশ্যমান। আরব নিউজে প্রকাশিত গবেষণা প্রবন্ধ ‘আন্দালুস রিভিজিটেড’ অবলম্বনে সে কথাই লিখেছেন আবরার আবদুল্লাহ।
স্প্যানিশ মুসলিমদের পরিচয় : স্প্যানিশ মুসলিমদের ‘মুর’ শব্দ দ্বারা চিহ্নিত করা হয়, যার স্প্যানিশ উচ্চারণ মোরো। গ্রিক ‘মাবরো’ শব্দ থেকে মুর শব্দের উৎপত্তি। মারবো অর্থ কালো। রোমান উচ্চারণ ‘মাউরি’। রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত উত্তর আফ্রিকাকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হতো। মাউরি শব্দ থেকে সাম্রাজ্যের উত্তর আফ্রিকান প্রদেশকে মৌরিতানিয়া বলা হতো। আরবরা মাউরি শব্দকে ‘মুর’ উচ্চারণ করে। স্পেন বিজয় এবং পরবর্তী শাসনকার্য মূলত উত্তর আফ্রিকার মুসলিমদের মাধ্যমেই হয়েছিল। তারাই ছিল মুসলিম স্পেনের প্রাণসত্তা। তাই স্প্যানিশ মুসলিমদের বোঝাতে মুর শব্দটিই ব্যবহৃত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও