আফ্রিকার মোজাম্বিকে ডাকাতের হামলায় গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ৬ ডিসেম্বর দেশটির জাম্বেজিয়া প্রদেশের মুলুমভু ডিসট্রিক্ট হাসপাতালে মো. ফরিদুল আলমের মৃত্যু হয়।
নিহতের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে বলে জানা গেছে। এর আগে (২৬ নভেম্বর) রাতে একদল ডাকাত তার বাসায় ঢুকে তাকে মাথায় আঘাত করে টাকা-পয়সা দামি জিনিসপত্র লুট করে চলে যায়। পরে আহত ফরিদ আলমকে দেশটির মুলুমভু ডিস্ট্রিক হসপিটালে ভর্তি করানো হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে জাম্বেজিয়া প্রাদেশিক হাসপাতালে রেফার করা হয়। সেখানেই অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়ার পর স্থানীয় সময় আজ দুপুর ১২টায় মারা যান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.